নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়িতে জলের মটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। জানা যায় মৃত ব্যক্তির নাম জাকির মোল্লা বয়স ৩৮ বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার লক্ষ্মীগাছা এলাকায়। পরিবারের সূত্রে জানা গেছে,বাড়িতে কেও ছিল না সেই সময় ওই ব্যক্তি জলের মটর ঠিক করতে যায়, তখনই অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে মাটিতে। পরিবারের লোকজন এসে দেখতেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। যদিও মৃতদেহটি উদ্ধার করে চাপড়া থানার পুলিশ। অন্যদিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে আসে পরিবারসহ গোটা এলাকায়।
জলের মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নদিয়ার চাপড়ার এক ব্যক্তির।

Leave a Reply