রানাঘাট ভারতীসংঘের দুর্গা পুজো এই বছর ৭৫বছরে পড়লো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট ভারতীসংঘের দুর্গা পুজো এই বছর ৭৫বছরে পড়লো। এই পুজো থিম বাঁধনের বন্ধন। লোহার স্ট্যাকচারে উপরে জড়ি ও রঙিন ফিতে দিয়ে নানা প্রকারের ডিজাইন ও তার দিয়ে রকমারি আলোর রেশনাই সহ বাঁধনের বন্ধন থিমের সার্থক রূপায়ণ করা হয়েছে। প্রতিমা আগে সাবেকি ঢাকের সাঁঝ থাকলেও এই বার প্রতিমাতে বৈচিত্র্য আনা হয়েছে। জোর কদমে চলছে প্যান্ডেলের প্রস্তুতি প্রায় ১২লক্ষ টাকা ব্যয়ে এই পুজোর বাজেট করা হয়েছে। এই প্রসঙ্গে পুজোর সম্পাদক সঞ্জয় চ্যাটার্জী আমাদের জানালেন তাদের পুজো এই বার দর্শনার্থী দের আনন্দ দেবে এবং মনে রাখবে।রানাঘাট শহরের মধ্যাথলে এলাকা হওয়ায় দর্শক সমাগম প্রচুর হবে বলে মনে করেন। কি জানাচ্ছেন তিনি ও ক্লাবের সদস্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *