বন্ধুর প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করলো রোজিনা পারভীনের সহপাঠীরা।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – burdwan society for animal welfare এর পক্ষ থেকে,বর্ধমান পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রোজিনা পারভিন এর স্মৃতি উদেশে সহপাঠীরা বর্ধমানের পথ কুকুরদের জন্য অ্যান্টি রাবিশ ভ্যাকসিন প্রদান করেন,আজ 100টি কুকুর ও6টি বিড়ালের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এই মহৎ কাজ কে অবশ্যই আমরা সাধু বাদ জানাই,এই কাজে উপকৃত হবে গোটা বর্ধমান বাসী তথা সমাজের কাছে নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এই কাজের মাধ্যমে বন্ধুর প্রতি প্রগাঢ় ভালোবাসার নজিরো সৃষ্টি করলেন রোজিনা পারভীন এর সহপাঠীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *