পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারও দুর্ঘটনার কবলে গ্যাস ট্যাঙ্কার, এবার জাতীয় সড়কে ট্রাকের পিছনে ধাক্কা গ্যাস ট্যাঙ্কারের, ঘটনায় আহত দুইজন,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের হলদিয়া মোড়ের জাতীয় সড়কের উপর, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বেলা নাগাদ জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি গ্যাস ট্যাঙ্কার, ঘটনায় গ্যাস ট্যাঙ্কারে থাকা ড্রাইভার চালক আহত হয়, এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেও হাজির হয় কোলাঘাট থানার পুলিশ, এরপর পুলিশের তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় ওই আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
কোলাঘাটে ট্রাকের পিছনে গ্যাস ট্যাঙ্কারের ধাক্কা,ঘটনায় আহত ২, চাঞ্চল্য।

Leave a Reply