বড়পুকুর এলাকায় ভাউয়া স্মৃতি স্মরনী ক্লাব ও লায়ন্স ক্লাব উদ্যাগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুশমন্ডি ব্লকে মালিগাও গ্ৰাম পঞ্চায়েত বড়পুকুর এলাকায় ভাউয়া স্মৃতি স্মরনী ক্লাব ও লায়ন্স ক্লাব উদ্যাগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ফিতা কেটে উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার সহ সহকারী সভাপতি অম্বিরিশ সরকার ও কুশমন্ডি থানার আইসি তপন পাল এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় মালিগাও পঞ্চায়েত প্রধান ফুল মালা বিশ্বাস লায়ন্স ক্লাব সম্পাদক বিজয় কিষান চন্দ্রয়ান ভাউয়া স্মৃতি স্মরণীয় ক্লাব সদস্য চেপেল সরকার ননী গোপাল রায় উজ্জল সরকার সহ অনেকেই। এদিন জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন বড় পুকুর এলাকায় অসহায় দোস্ত মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই প্রসঙ্গে ভাউয়া স্মরণী স্মৃতি ক্লাবে সম্পাদক ননী গোপাল রায় বলেন আজ বড়োপুকুর এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে এই শিবির 500 জন অসহায় দুঃস্থ চক্ষু পরীক্ষার শিবির করেছেন বলে জানান ভাউয়া স্মৃতি স্মরনী ক্লাব সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *