নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমা হাসপাতালের জটিল অস্ত্রোপচারে প্রাণ রক্ষা হল মহিলার। অপারেশন থিয়েটারে পর্যাপ্ত পরিকাঠাম উপেক্ষা করে জটিল অস্ত্রোপচার করে জরায়ু থেকে প্রায় দেড় কেজি ওজনের টিউমার বাদ দিলেন চিকিৎসকেরা।
সম্প্রতি রানাঘাট মহকুমা হাসপাতালে রক্তাল্পতা সঙ্গে পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন বছর ৩৬ এর জয়ন্তি মান। তার বাড়ি কৃষ্ণগঞ্জের বানপুরে। জানা গিয়েছে ওই মহিলা চার মাস ধরে পেটে ব্যথায় ভুগছেন। বাড়ির কাছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে রক্তাল্পতার কারণে রক্ত দেওয়া হয়। সেখানে অবশ্য ঝুঁকি নিয়ে চিকিৎসকেরা জরায়ুতে থাকা টিউমার অস্ত্রোপ্রচার করতে চাননি।
বাধ্য হয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন জয়ন্তী। গত ৩০ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর হয় অস্ত্রোপচার। মহিলার স্বামী প্রদীপ মান বলেন,” রানাঘাট হাসপাতালে জন্যই স্ত্রীর এযাত্রায় প্রাণ রক্ষা হল।”
হাসপাতালে প্রসূতি চিকিৎসক কৌশিক সরকার বলেন, ” চিকিৎসার পরিভাষায় এই ধরনের অস্ত্রোপচারকে টোটাল অ্যাপডোমিনাল হিস্টেরেকটমি বাইল্যাটেরাল সালাফিংগো-ওফোরেক্টমি বলা হয়। এক প্রকার ঝুঁকি নিয়েই এই অস্ত্রোপচার হয়েছে।” হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী জানিয়েছেন অপারেশন থিয়েটারের পরিকাঠামো সমস্যা থাকা সত্ত্বেও জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে অপারেশন করতে হয়েছে।”
রানাঘাট মহকুমা হাসপাতালের জটিল অস্ত্রোপচারে প্রাণ রক্ষা হল মহিলার।

Leave a Reply