কৃষকরা যাতে ধানের নাড়া না পোড়ান সেই বিষয়ে কৃষকদের সচেতন করতে বর্ণাঢ্য মিছিল।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-হরিরামপুর ৩ রা নভেম্বর ধান কাটার মরসুমে অনেক কৃষক রয়েছে যারা মাঠে ধানের নাড়া পুড়িয়ে ফেলেন।তাই পরিবেশ দূষিত হয়,ফসলের নাড়া বা খর পোড়ালে মাটিতে বসবাসকারী উপকারী জীবাণু মারা যায়, ফলস্বরূপ মাটির উর্বরত শক্তি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় ফসলের অবশিষ্টাংশ পড়ালে মাটির উপরিভাগ শক্ত হয়ে ইটে পরিণত হয়। ফলে মাটির মধ্যে বায়ু চলাচল বাধা প্রাপ্ত হয়, সামনে আসতে চলেছে ধান কাটার মরসুম। এবছর কৃষকরা যাতে ধানের নাড়া না পোড়ান সেই বিষয়ে কৃষকদের সচেতন করতে বৃস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে হরিরামপুর চৌরঙ্গী এলাকায় একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন তারা,পাশাপাশি এদিন হরিরামপুর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের নিয়ে একটি বৈঠকে করা হয় কৃষকদের সচেতন করতে। নাড়া পোড়ানো থেকে বিরত থাকার বিষয়ে কৃষকদের সচেতন করতে হরিরামপুর ব্লক কৃষি দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *