নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুর্গা প্রতিমা নিরঞ্জনের প্রায় ১০ দিন হতে চলল এখনো নদীতে পড়ে রয়েছে কাঠামো এবং পুজোর সামগ্রী, সেগুলো নদীর জলে পচে দূষিত হচ্ছে নদী, দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে। সাফাইয়ের উদ্যোগ নেই পুরো প্রশাসনের বলে অভিযোগ। নদীর মধ্যেই বিপদজনক ভাবে পড়ে রয়েছে প্রতিমার কাঠামো।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুজনাই নদীর পাড়ের দশমীর ঘটে প্রতিমার কাঠামো এবং পুজোর সামগ্রী পড়ে থাকায় দূষিত হচ্ছে নদী। প্রতিমা বিসর্জনের পর সাফাইয়ের উদ্যোগ নেই ফালাকাটা পুরসভার, প্রশ্ন তুলছে শহরবাসী।
দুর্গা প্রতিমা নিরঞ্জনের প্রায় ১০ দিন হতে চলল এখনো নদীতে পড়ে রয়েছে কাঠামো এবং পুজোর সামগ্রী।

Leave a Reply