কালি প্রতিমা বিসর্জনের উন্মাদনা ধরা পড়লো সাঁকরাইল এলাকায়।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – কালি প্রতিমা বিসর্জনের উন্মাদনা ধরা পড়লো সাঁকরাইল এলাকায়। দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ার পর বড় পূজো কালীপূজা আসে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই শ্যামা পূজা রমরমিয়ে হয় । তেমনি পিছিয়ে নিয়ে হাওড়া জেলার সাঁকরাইল এলাকা। গত রবিবার শ্যামাপূজা শুরু হলেও প্রতিমা ছিল প্যান্ডেলে। আজ বুধবার শোভাযাত্রা সহকারে বিভিন্ন প্যান্ডেল থেকে প্রতিমাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে, সেই নিরঞ্জনের দৃশ্য দেখার যেমন উন্মাদনা ছিল, তেমনি ছিল ভক্তদের ভিড়। গানের তালে তালে নাচতে নাচতে সাঁকরাইল এলাকার প্রতিমা নিরঞ্জনের পথে অগ্রসর হল । এক এক করে প্রতিমা গঙ্গার ঘাটের দিকে নিরঞ্জনের জন্য এগিয়ে যেতে থাকে। সেই রাস্তা সুগম করার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতন। সাঁকরাইল থানার পুলিশ এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন ভিড় সামলাতে। সুশৃংখলভাবে যাতে বিসর্জনের শোভাযাত্রা গুলি যায় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সব রকম চেষ্টায় তারা করেছেন। এক এক করে প্রতিমা নিরঞ্জনের জন্য অগ্রসর হল মানিকপুর পালেদের ঘাটে। নিরঞ্জন করতে রাত গড়িয়ে যায় তেমনি খন্ড চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *