পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন প্রাক্তন পুলিশ সুপার তথা দাপুটে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ভারত মাতা সেবা সংঘের উদ্যোগে প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়।সেই মতো এবছর ও সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পুজোর। এইদিন সন্ধ্যায় উক্ত পুজোর উদ্বোধন করলেন বিজেপি কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। ফিতে কেটে উদ্বোধন করেন তিনি। ভারতী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। শমিত কুমার ঘোষ।রমা প্রসাদ গিরি সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার দুস্থ মানুষদেরশীত বস্ত্র বিতরন করা হয়।
বেলদাতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

Leave a Reply