বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে কারার ঐ লৌহ কপাট গানের সুর বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এই গানের সঙ্গে জড়িয়ে স্বাধীনতার আন্দোলনে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। ১৯২১ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বদেশ প্রেমের পটভূমিকায় কবি নজরুল ইসলাম লেখেন , ‘ কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেলে কর -রে লোপাট ,রক্ত -জমাট শিকল পূজার পাষাণ – বেদি,,,,,,, গানটি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কারাগারে থাকাকালীন তাঁর পত্নী বাসন্তী দেবীর অনুরোধে গানটি লিখেছিলেন। এই গানের সুর দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। 1949 সালে কলম্বিয়া রেকর্ড এবং 1950 সালে এইচ ,এম ভি তে গীরিন চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি ছিল বিশেষ প্রেরণার। 70 র বাংলাদেশ মুক্তি যুদ্ধে এই গান ছিল সংগ্রামীদের কণ্ঠে ।
গিরিন চক্রবর্তীর গাওয়া , কারার ওই লৌহ কপাট গানটি চটটগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চলচিত্রে ব্যবহার করা হয়।
বিদ্রোহি কবির , কারার ঐ লৌহ কপাট গানটি সম্প্রতি হিন্দি সিনেমা , পিপ্পায় ব্যবহার করা হয়েছে। এই ছবির সঙ্গীত পরিচালক মুল সুর কে বিকৃত করে ব্যবহার করেছেন। যা নিয়ে সারা ভারতে বিতর্কের ঝর উঠেছে। বিশেষত পশ্চিম বঙ্গ ও বাংলাদেশে নাগরিকরা প্রবল প্রতিক্রিয়া জানাচ্ছেন।
২৪ নভেম্বর বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে কারার ঐ লৌহ কপাট গানের সুর বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। প্রয়াত নজরল সঙ্গীত গায়ক গীরীন চক্রবর্তীর কন্যা বিশিষ্ট গায়িকা চন্দ্রা চট্টোপাধ্যায়, চক্রবর্তী, প্রবীণ লেখক গৌরী শঙ্কর দাস, সাংবাদিক কানাই লাল বিশ্বাস , গায়িকা অনামিকা কনার ,বন্দনা সাধুখান, শম্পা মহন্ত, শতভিসা ঘোষ, সাংবাদিক শেখ মহ হাজ্জাফুল আলম প্রমুখ প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন। এই সভায় নজরুলের , কারার ঐ লৌহ কপাট, গানটি সমবেত ভাবে গাওয়া হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল । বর্ধমানের বিশিষ্ট গায়ক, গায়িকা , কবি, লেখক, সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সমর্থন জানান। বিশিষ্ট গায়িকা মনিদিপা মজুমদার, স্বাতী তেওয়ারি, সোমা ভট্টাচার্য, চন্দনা সরকার প্রমুখ প্রতিবাদের সমর্থনে সমবেত সঙ্গীত পরিবেশন করেন। বিশিষ্ট লেখক কাশীনাথ গাঙ্গুলি, অরবিন্দ সরকার, মোশাররফ আজম,দেবনাথ মুখার্জি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন চন্দা চট্টোপাধ্যায়, কানাই লাল বিশ্বাস, শেখ জাহাঙ্গীর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *