নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো বুনো হাতির দল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের মেঘনাথ সাহা নগর ও প্রধাননগর এলাকায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষ জন বুনো হাতির মুখোমুখি হয়ে পড়ে। এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে পাঁচটি বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। অনেকে সড়কে হাতির দলের মুখোমুখি হয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। যদিও পরবর্তীতে বুনো হাতির দল জঙ্গলে প্রবেশ করে। স্থানীয়রা জানান, মাঝে মধ্যে বুনো হাতির দল লোকালয়ে প্রবেশ করে। বর্তমানে দিনের আলোতে লোকালয়ে দাপিয়ে বেড়ায় বুনো হাতির দল।ঘটনায় ব্যাপক আতঙ্কিত স্থানীয়রা।
সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো বুনো হাতির দল।

Leave a Reply