নিজস্ব সংবাদদাতা দক্ষিণ 24 পরগনা : – জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে এলেন নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। গত ১৩ ই নভেম্বর বাড়ির কাছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হন জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর। আজ তার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে এলেন কলকাতা পৌরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।
রবিবার বামনগাছি অঞ্চলের মরিশ্বর মতিলাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাইফুদ্দিন লস্করের স্মৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্বয়ং সভায় তৃণমূলের সাংসদ বিধায়ক থেকে শুরু করে এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে স্মরণ সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, সাংসদ শুভাশিস চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব।
জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে এলেন নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

Leave a Reply