পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সরকারকে দুষে কৃষকের পাশে থাকার বার্তা তিনি আগেই দিয়েছিলেন। প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের আলুর বীজ বিলি অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেও রাজ্য সরকারকে ‘কৃষক বিরোধী, চোর, পাচারকারী’ হিসাবে দুষে উৎখাতের হুঁশিয়ারি দেন শুভেন্দু। তৃণমূলের চোরগুলো মাটির নিচে টাকা রাখলেও বের করে নিয়ে আসা হবে! চরম হুমকি দেন শুভেন্দু অধিকারী। শুক্রবার খড়্গপুরে গোল বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিলে গিয়ে পাল্টা সায়নী ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী নিজের টাকা বলছেন এটা। ওনার তো মাটির নিচে অনেক কিছু আছে। খড়গপুরের বিধায়ক হিরনের পোস্টার পড়া নিয়ে বলেন,হিরনকে নিয়ে বলার মত কিছু নেই। হিরনকে নিয়ে আমরা যত বেশি বলব তত বেশি গুরুত্ব পাবে। পাশাপাশি তিনি দিলীপ ঘোষকে নিশানা করে বলেন, পাঁচ বছরে খড়্গপুরে দিলীপ ঘোষকে শুধু মর্নিং ওয়ার্ক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষেরা পাঁচ বছরে ওনার কাছ থেকে পেয়েছেন কি না পেয়েছেন তার হিসাব করবেন। এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছেন সেটারও হিসাব করবেন। এবং হিরনকে নিয়ে আমি একটা কথা বলব ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি হয় না। আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের কাছে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম। সেইটুকুই আপনারা পূরণ করতে পারছেন না সত্যিই আপনাদের লজ্জা থাকা দরকার।।
তৃণমূলের চোরগুলো মাটির নিচে টাকা রাখলেও বের করে নিয়ে আসা হবে! চরম হুমকি শুভেন্দু অধিকারীর,পাল্টা সায়নী ঘোষ!

Leave a Reply