নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান রাজ্য সরকার বিভিন্ন পরিষেবা যেমন দুয়ারের পৌঁছাতে চলেছে ঠিক তেমনি রানাঘাট পুরসভাও প্রতিটি ওয়ার্ডে পৌঁছাতে চলেছে স্বাস্থ্য পরিষেবা। আজ শহরে ১৩ এবং ১০ নম্বর ওয়ার্ডে দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এসে চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায় জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন ঠিক একইভাবে রানাঘাট পৌরসভা পানীয় জল বিদ্যুৎ রাস্তা চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে নিয়মিত। যেহেতু রানাঘাট মহকুমা হাসপাতাল তাই অত্যাধিক রোগীদের চাপ কমাতেই মূলত প্রতিটি ওয়ার্ডে একটি করে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য রয়েছে পুরসভার। এ ব্যাপারে মোট আটটি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন মিলেছে রাজ্যের পৌর নগর উন্নয়ন দপ্তরের। ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্র। আজ যেমন শহরের তের ও দশ নম্বর ওয়ার্ড উদ্বোধন হলো ঠিক তেমনি পাঁচ নম্বর ওয়ার্ডেরও কাজ শেষ হয়েছে সম্প্রতি সেখানে উদ্বোধন হবে শীঘ্রই। ১৯, ১৫ এবং ১৪ নম্বরেও নির্মাণ কাজ শুরু হয়েছে।এদিন দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন, শংকর সিং, রানাঘাট হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী, পুরো ও নগরন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী , রানাঘাটের পৌরপতি, উপপৌরপতি সহ কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানটি সফল করতে ১৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা গুহ ও বিশ্বজিৎ গুহের ভূমিকা উল্লেখযোগ্য।
রানাঘাট পুরসভাও প্রতিটি ওয়ার্ডে পৌঁছাতে চলেছে স্বাস্থ্য পরিষেবা।

Leave a Reply