নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের নীতি ও ভূমিকার বিরোধিতা করে শনিবার বামেদের ইনসাফ যাত্রা উপলক্ষে তাহেরপুরে আয়োজিত হল এক প্রতিবাদী সভার। DYFI এর তাহেরপুর লোকাল কমিটির উদ্যোগে শনিবার দুপুরে তাহেরপুর তরুণ সংঘ পাঠাগার ময়দানে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা DYFI নেত্রী মীনাক্ষী চক্রবর্তীর। প্রসঙ্গত তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরোধিতা করে গত মাসের 3 তারিখ কোচবিহার থেকে ইনসাফ যাত্রার সূচনা করে DYFI। আর সেই উপলক্ষে শনিবার দুপুর 1 টা থেকে তাহেরপুরে শুরু হয়েছে প্রতিবাদী সভার। শনিবার এই প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় আনুমানিক 5 টা নাগাদ আন্দোল নকারীদের পক্ষ থেকে আমাদের জানানো হয় যে…..
বামেদের ইনসাফ যাত্রা উপলক্ষে তাহেরপুরে আয়োজিত হল এক প্রতিবাদী সভার।

Leave a Reply