বিডিওর ওপর হামলার ঘটনায় শনিবার বিজেপি নেতা সুভাষ সরকারকে ছ’মাস কারাদন্ডর নির্দেশ দিলেন বিচারক।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বিডিওর ওপর হামলার ঘটনায় শনিবার বিজেপি নেতা সুভাষ সরকারকে ছ’মাস কারাদন্ডর নির্দেশ দিলেন বিচারক। আগের দিন অর্থাৎ শুক্রবার ওই নেতাকে দোষী সাব্যস্ত করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট আদালতের বিচারক(এডিজে দ্বিতীয় কোর্টের বিচারক)। তবে দোষী সুভাষ সরকার কোনো অন্যায় করেননি বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এনিয়ে উচ্চ আদালতের দারস্থ হবেন বলে জানান তিনি।
সুকান্ত মজুমদার বলেন, সুভাষ সরকার কোনো অন্যায় করেননি। তৎকালীন এখানকার বিডিও বদমায়েশ ছিলেন। বিডিও বলে বেরাতেন তিনি তৃণমূলের। সুভাষ সরকারের পাশে সবরকমভাবে দল দাঁড়িয়েছে। তারা এনিয়ে উচ্চ আদালতে যাবেন। বিজেপি ক্ষমতায় এলে ওই বিডিওর বিরুদ্ধে তদন্ত হবে।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের আগে বালুরঘাট ব্লকের ডাঙা পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিজেপির ডাকা অনাস্থা বাতিল হয়। এই ঘটনায় তৎকালীন বালুরঘাট ব্লকের বিডিও অনুজ শিকদার বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলেন বলে দাবি। যা নিয়ে বিডিওর সঙ্গে বিজেপির বিবাদ চরমে ওঠে। এরমধ্যে গত ১২ ডিসেম্বর ২০২২ সালে বিজেপি নেতা তথা মন্ডল সভাপতি সুভাষ সরকার বালুরঘাট বিডিও-র কার্যালয়ে ঢোকেন। কিছু বোঝার আগেই ওই বিজেপি নেতা পরপর কাঠ ও লোহার দুটি চেয়ার তুলে বিডিওকে মারেন বলে অভিযোগ। যা সিসি ক্যামেরায় ধরা পরে এবং ভাইরাল হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বিডিও অভিযোগ দায়ের করেন পুলিশে। এদিকে ঘটনার পরেই গা ঢাকা দেওয়া অভিযুক্ত বিজেপি নেতা সুভাষ সরকারের তল্লাশি শুরু করে পুলিশ। নিদিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত বালুরঘাট শহরের দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে রয়েছে। ১৪ ডিসেম্বর দুদিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন জেলা হেফাজতের পর ওই বিজেপি নেতা জামিনে মুক্তি পেয়েছিলেন। সেই মামলায় সুভাষ চন্দ্র সরকারকে দোষী সাব্যস্ত করল আদালত।
এই আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, অভিযুক্তর বিরুদ্ধে আইপিসি ৪৪৭ এবং ৩২৩ ধারায় মামলা চলে। সেই মামলায় সুভাষচন্দ্র সরকারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন এডিজে (দ্বিতীয়) কোর্টের বিচারক। খুব দ্রুত নিস্পত্তি হওয়া এই মামলায় বিচারক দোষীকে ৪৪৭ ধারায় ৫০০ টাকা জরিমানার এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়া ৩২৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডর নির্দেশ দিয়েছেন।
কারাদণ্ডাদেশ এর সাথে সাথে ই যামিন পায় বিজেপি সদস্য সুভাষ সরকার।

এই নিয়ে প্রশ্ন উঠেছে অভিজ্ঞ মহলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *