বৃদ্ধা দিদিকে রেলস্টেশনে ফেলে পালিয়ে গেল ভাই।

আবদুল হাই, বাঁকুড়াঃ উপযুক্ত রোজকারী ছেলে-বৌ বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোটা বর্তমান সময়ের আর সেরকম গুরুত্বপূর্ণ কোন খবরের শিরোনাম নয়, কারণ এটা এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আবার মাঝে মধ্যে যে বৃদ্ধ বাবা কিংবা বৃদ্ধা মাকে ছেলে কিংবা ভাই কোন জনবহুল এলাকায় বা রেলস্টেশনে ছেড়ে দিয়ে যায় এরকম ঘটনাও ঘটছে আজকাল। আর সেরকমই এক চাঞ্চলা চিত্র উঠে এল ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। দিদির হেঁসলের এক ভদ্রমহিলা জানান যে- লতা বেসরা নামে ওই বৃদ্ধা গত চারদিন স্টেশন থেকে ঘুরতে ঘুরতে লালবাঁধ এলাকায় চলে আসেন এবং তিনি এই শীতে কষ্ট পাচ্ছিলেন এই অবস্থায় দেখে এয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটিতে ফোন করি উনারা এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন এবং পরে অনিকেত শেল্টার নামে এক হোমে তাকে রাখা হয়েছে। অমানবিক ভাই নিজের বৃদ্ধা দিদিকে এভাবে স্টেশনে ছেড়ে দিয়ে চলে যেতে পারে এটা সত্যি এক বর্বরোচিত ঘটনা বলেই অভিমত প্রত্যক্ষদর্শীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *