মালদা জেলার হবিবপুর ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকায় ফুটবল টুর্নামেন্ট।

নিজস্ব সংবাদদাতা, মালদা: –-মালদা জেলার হবিবপুর ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকা।আর এই হবিবপুর থানা এলাকায় ফুটবল খেলার উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে হবিবপুর জেলা প্রশাসনিক পুলিশ প্রশাসন । তাই হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার হবিবপুর থানার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার মেয়েদের নিয়ে এক ফুটবল একাডেমি চালু করেন। জেলা প্রশাসনের সহায়তা হবিবপুর থানার উদ্যোগে প্রতিদিন তাদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয়।মালদা জেলা পুলিশের সহযোগিতায় হবিবপুর থানার উদ্যোগে হবিবপুর এলাকার বেশ কিছু স্কুলের বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীদের নিয়ে একটি ফুটবল একাডেমি তৈরি করেন হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার জেলা প্রশাসনে তরফে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নিত্যানন্দপুর মাঠে।আজ ছিল তার পরিদর্শনী ফুটবল খেলার অনুষ্ঠিত হয় নিত্যানন্দপুর মাঠে।সেই প্রশিক্ষণ প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে দেখলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ যাদব।খেলা শেষে পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশের আধিকারিক সহ হবিবপুর থানার আইসি সকলে মিলে প্রদর্শনী ম্যাচ খেললেন। এদিন উপস্থিত ছিলেন সুপার প্রদীপ যাদবঅ্যাডিশনাল এসপি আলী আবু ববকর( টি, টি IPS) হবিবপুর থানার আইসি সমীর কর্মকার বিশিষ্ট সমাজসেবী কিসটু মুরমু, মালদা জেলা পরিষদের ক্ষুদ্র ও বিদ্যুৎ কর্মদক্ষা রেজিনা মুর্মু সহ অন্যান্য বিশিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *