ইনসাফ যাত্রা আজ সকালে রানাঘাট থেকে শুরু হয়ে পায় পায়রাডাঙ্গা থেকে পলাগাছা হয়ে চাকদা চৌমাথায় পৌঁছায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ক্ষুধার দাবি, কাজের দাবি, সবার ভালোভাবে বাঁচতে চাওয়ার দাবি নিয়ে এ রাজ্যের যৌবন পথ হাঁটা শুরু করেছে। গত নভেম্বর মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। কোচবিহার থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রা রাজ্যের সব জেলা ছুঁয়ে পৌঁছবে ব্রিগেডের ময়দানে। সেই ঐতিহাসিক ব্রিগেডের ময়দানে আগামী ৭ জানুয়ারি এ রাজ্যের যৌবনের ডাকে সমাবেশ। এই ইনসাফ যাত্রা আজ সকালে রানাঘাট থেকে শুরু হয়ে পায় পায়রাডাঙ্গা থেকে পলাগাছা হয়ে চাকদা চৌমাথায় পৌঁছায়। চাকদা চৌমাথায় এক বিশাল মিছিল সংগঠিত হয় এবং ওখানেই পথসভায় বক্তব্য রাখেন কমরেড মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন,আমাদের পঞ্চায়েত ভোট করতে না দিয়ে আমাদের লাশ টা কে ফেলে দিয়েছে বিজেপি এবং তৃণমূল বললেন মীনাক্ষী মুখার্জি। চাকদা চৌরাস্তা থেকে এই মিছিল চাকদাহ বাস স্ট্যান্ড মনিমালা হয়ে সিংহের বাগানে পৌঁছায়। সেখান থেকে এই এই ইনসাফ যাত্রা বিরহীর উদ্দেশ্যে রওনা হয় কিন্তু শিমুরালি চৌমাথায় কমরেডদের আবেগ এতটাই ছিল যে তারা রাস্তায় শুয়ে পড়ে এই ইনসাফ যাত্রার গাড়ি আটকায় ।কমরেড মীনাক্ষী মুখার্জি গাড়ি থেকে নেমে কমরেডদের সাথে হাত মেলায় এবং তাকে যে সংবর্ধিত ফুল দেয়া হয়েছিল সেই ফুল ওই সকল কমরেডদের হাতে তুলে দেয় এবং শিমুরালি চৌমাথায় বক্তব্য রাখেন । এই যাত্রা আজ বিরহী থেকে মদনপুর মদনপুর থেকে ঈশ্বরীপুর সেখান থেকে গয়েশপুর হয়ে আসছে আই টি আই মোরে সন্ধ্যা ৬ টায়। ইনসাফ যাত্রার দাবিগুলি নিয়ে বলবেন কমরেড মিনাক্ষী মুখার্জী। এই শীতের সন্ধ্যায় যৌবনের দাবিগুলির উত্তাপে নিজেদের সেঁকে নিতে আপনি অংশ নিন এই মিছিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *