নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গে অতিদ্রুত নাগরিকত্ব আইন বলবত করার আবেদন নিয়ে আজ নদিয়ার রানাঘাটে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল এবং সভা। পশ্চিমবঙ্গে অতিদ্রুত নাগরিকত্ব আইন বলবত করার আবেদন নিয়ে আজ নদিয়ার রানাঘাটে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল করা হয় । রানাঘাটের বেগোপাড়া থেকে শুরু হয়ে এই মিছিল রানাঘাট তরুন সংঘের মাঠে শেষ হয় এবং পরে সেখানে একটি সভাও করা হয় । প্রায় ২০ হাজার মতুয়া ভক্তের সমাগম ঘটে বলে জানায় মতুয়া মহাসংঘের নদিয়া দক্ষিনের সভাপতি এবং বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারি । মুকুটমনি অধিকারি এই মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে এই মিছিলে নিসর্ত নাগরিকত্ব আইন অতিদ্রুত বলবত করার জন্য আমরা আবেদন রেখেছি ।এছাড়াও তিনি বলেন যেএই ঐতিহাসিক মিছিল থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাতে চাই যে তিনি একমাত্র যিনি উপলবধি করেছেন নাগরিকত্ব আইন আমাদের দরকার । আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো বিরোধীরা এই নাগরিকত্ব নিয়ে যে মামলা করেছে তার দ্রুত নিস্পত্তি করা হোক ।
পশ্চিমবঙ্গে অতিদ্রুত নাগরিকত্ব আইন বলবত করার আবেদন নিয়ে আজ নদিয়ার রানাঘাটে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল এবং সভা।

Leave a Reply