আবদুল হাই, বাঁকুড়াঃ- ইতু পুজো বাংলার প্রাচীন লোক উৎসব।অঘ্রায়ন মাসের সংক্রান্তিতে এই পুজো করা হয়।বাংলার মহিলারা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকে। বাড়ির মহিলারা এই পুজো করে থাকে।পুজো শেষে সকলে গোল হয়ে শুনতে বসে ব্রতকথা।আর এদিন থেকে শুরু পিঠে উৎসব। গ্ৰাম বাংলার বাড়িতে বাড়িতে একটু উঁকিঝুঁকি মারলেই চোখে পড়ে পিঠা উৎসবের প্রস্তুতি।আর সেই রকমই একখন্ড চিত্র উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে। বাড়ির মহিলারা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়েছেন পিঠা বানাতে। শীতের মিঠে রোদ পিঠে নিয়ে জমিয়ে বসবে তারপর ভোজন আর এটাই বাংলার সংস্কৃতির একটা উল্লেখযোগ্য অধ্যায়।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে চলছে ইতু পুজো।

Leave a Reply