নিজস্ব সংবাদদাতা, মালদা:- রেল লাইনের যুবকের কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে।
নিখোঁজ থাকার একদিন পর হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কনকনিয়া রেল গেটের পাশে এক যুবকের কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।আজ রবিবার সকালে দেহটি নজরে আসে স্থানীয়দের।খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম কাজিরুল ইসলাম(২৫)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কাতলা মারী গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বছর দুয়েক আগে ওই যুবক উত্তর কুমেদপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের একমাত্র মেয়ে জাসমিনারা খাতুনকে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন।বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ওই যুবকের সম্পর্ক মোটেই ভালো ছিল না।স্ত্রীকে শারিরীক ও মানসিক নির্যাতন করতো যুবক।এরপর স্ত্রী মাত্র পাঁচ মাস সংসার জীবনে থাকার পর বাবার বাড়ি চলে আসেন।নিজের স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে ওই যুবকের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মেয়ের পরিবার।এর জন্য তার এক মাস জেল পর্যন্ত হয়।দুই মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন যুবক।গতকাল থেকে নিখোঁজ ছিলেন যুবক।হরিশ্চন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ছেলের পরিবার।পুলিশ তদন্তে নেমে ওই যুবকের জুতো,আধার কার্ড ও বাইক কুমেদপুর শ্বশুরবাড়ির গলি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং যুবকের শ্বশুরকে আটক করেন।নিখোঁজের একদিন পর আজ সকালে যুবকের কাটা দেহ রেল লাইন থেকে উদ্ধার করেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
রেল লাইনের যুবকের কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে।

Leave a Reply