নিজস্ব সংবাদদাতা, মালদা:- কাঠের মিল থেকে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।খুন নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য দানা বেঁধেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর গ্রামে।জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম সারিফুল ইসলাম (৪০),আজ সকালে সে বাড়ি থেকে কাঠ নিয়ে কাঠের মিলে আসে,এর পরেই হঠাৎ দেখতে পাওয়া যায় তার গলা কাটা মৃতদেহ।খবর চাউর হতেই ঘটনাস্থলে স্থানীয়রা ভীড় জমায় এবং খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে।পরিবারের লোকজনের অভিযোগ এটা আত্মহত্যা নয় কেউ বা কারা তাকে খুন করেছে। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে।
কাঠের মিল থেকে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply