আবদুল হাই, বাঁকুড়াঃ- কথায় আছে “প্রকৃতির সাথে খেললে প্রকৃতি আমাদের ছাড়ে না। সময় হলে প্রতিশোধ নিয়ে নেয়। কিন্তু প্রকৃতিকে যদি ভালোবাসি। প্রকৃতি আমাদের ভালোবাসা দেবে”। এখন পরিবেশ নিয়ে সচেতন প্রত্যেকটা মানুষ পরিবেশকে বাঁচাতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছেন। চলছে বিভিন্ন সচেতনতামূলক শিবির এবং সচেতনতামূলক প্রচার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আজ শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতি পাঠ শিবির অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ঝুঞ্জকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৫০ জন সংগে অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রী দের অভিভাবকরা। ঝুঞ্জকা মাধ্যমিক বিদ্যালয়ের টিচার ইন চার্জ কার্তিক চন্দ্র বাগদি বলেন ” আজকের এই শিবির থেকে আমি বার্তা দিতে চাই। পাঠ্যসূচির বাইরেও আমাদের শেখার অনেক জায়গা আছে। এবং সেই শিক্ষা থেকেও আমরা পাঠ্যসূচির বাইরেও আমরা মেলবন্ধন ঘটাতে পারবো”।
শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতি পাঠ শিবির।

Leave a Reply