পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একশ দিনের টাকা দেওয়ার জন্য ক্যাম্প খুললো তৃণমূল। এদিন মেদিনীপুরের কঙ্কাবতী অঞ্চলে রীতিমতো ক্যাম্প করে ফরম ফিলাপের উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া।এই ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন,”মানুষ যাতে সঠিক টাকাটা নিজের একাউন্টে পায় তার জন্য এই ক্যাম্প এবং আমরা ফরম ফিলাপ করে সেই টাকা যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করার এটা একটা সামান্য প্রয়াস।এরপর সন্দেশখালিতে মহিলা কমিশন যাওয়া প্রসঙ্গে জুন মালিয়া বলেন,”আমাদের রাজ্য মহিলা কমিশনে ওখানে গিয়েছে তারাও রিপোর্ট দেবে।যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক এতে আমাদের দ্বিধামত নেই।তবে লোকসভা ভোটের মুখে সন্দেশখালি টার্নিং পয়েন্ট নিয়ে কোন রকম মন্তব্য করতে রাজি হননি জুন মালিয়া।
Leave a Reply