নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ৩১শে মার্চ। নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নদীয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোটিং ক্লাবের মাঠে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও তিনি সুস্থ হওয়ার পরে এই প্রথম জনসভা তার। আজ এই জনসভায় প্রথম থেকেই নেতৃত্ব দেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আজ সকাল থেকেই গোটা ধুবুলিয়া মুড়ে রাখা হয় নিরাপত্তার চাদরে, লাগানো হয় একাধিক সিসি ক্যামেরা। সরকারি একাধিক দপ্তরের আধিকারিকরা সভা মঞ্চের চার পাশে করা নিরাপত্তা দেয়। অন্য দিকে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা যায় চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী সভা মঞ্চে প্রবেশ করার আগেই মঞ্চ থেকে নিচে নেমে কর্মীদের সাথে সাক্ষাৎ করেন প্রার্থী মহুয়া মৈত্র। হাত উঁচিয়ে সকলকে স্বাগত জানান তিনি। তবে আজ মুখ্যমন্ত্রীর এই জনসভায় ডঙ্কা বাজিয়ে মতুয়া সম্প্রদায়ের শয়ে শয়ে নাগরিক মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রবেশ করে। তবে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবছর লোকসভা নির্বাচনে এক অন্যতম তাতপর্যপূর্ণ। কারণ, একদিকে মহুয়া অন্য দিকে বিজেপি প্রার্থী রাজবাড়ীর বর্তমান রানি মা অমৃতা রায়। এখন দেখার এই দুই প্রার্থীর লড়াই এই নির্বাচনে কতটা জোরদার হয়।
নোদিয়াই মুখ্যমন্ত্রীর জনসভা, কর্মীদের মনোবল চাঙ্গা করতে মঞ্চথেকে নীচে নাম লেন প্রার্থী মহুয়া মৈত্র,হাত উঁচিয়ে সকলকে জানালেন স্বাগত।

Leave a Reply