পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরনে ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা থেকে গ্রেপ্তার ২।
বেঙ্গালুরুর ক্যাফেতে আইডি বিস্ফোরণ কান্ডে দিঘা থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ। একজনের নাম আব্দুল মতিন ত্বহা এবং মুসাভির হোসেন সাজিদ।
এই দিন সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, গতকাল রাতে একটি ইনফরমেশনের ওপর ভিত্তি করে ২ ঘন্টার মধ্যে রামেশ্বরম ব্লাস্ট কেসের দুই অভিযুক্ত কে গ্রেফতার করা হয়। এটি জয়েন্ট অপারেশন ছিল।সেন্ট্রাল ইনফরমেশন এজেন্সী এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগ এই এই অপারেশনে সাফল্য আসে বলে জানান পুলিশ সুপার।
বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরনে ঘটনায় গ্রেপ্তার ২,সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ সুপার।

Leave a Reply