দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বংশীহারী ব্লকের পত্রা এলাকার বিরিলিপাড়ায় জনসংযোগ সভায় লোকসভা নির্বাচনের আগে সিপিএম এবং বিজেপি ছেড়ে প্রায় ৫০টি পরিবার তৃণমূলে যোগদান করল। শুক্রবার দুপুরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে ৫০ টি পরিবার তৃণমূলে যোগদান করতেই খুশির হাওয়া জেলা তৃণমূল শিবিরে। উল্লেখ্য গত বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার পত্রা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদারের প্রচারে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সাভার পর থেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে বিজেপি প্রবল আশাবাদী এমনটাই জানানো হয় নেতৃত্বের পক্ষ থেকে।
শুক্রবার লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে দাঁড়িয়ে একসাথে ৫০টি পরিবারের বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান, তৃণমূলের পালে হাওয়া দেবে এমনটাই মনে করছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এদিন নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে ৫০ টি পরিবার তৃণমূলে যোগদান করতেই খুশির হাওয়া জেলা তৃণমূল শিবিরে।

Leave a Reply