রানাঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার ৭৫৩টি ভোট গ্রহণ কেন্দ্রে চারা গাছ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার ৭৫৩টি ভোট গ্রহণ কেন্দ্রে চারা গাছ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা নিজের কেন্দ্রগুলিতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন। শান্তিপুর ব্লকের ৩৪০ বুথে ১৭২ কেন্দ্রে চারা গাছ রোপন করা হচ্ছে বলে জানান শান্তিপুর বিডিও। শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ আজ ফুলিয়া শিক্ষানিকেতনে চারা গাছ রোপন করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্বপ্না মুখার্জি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন ভোটার ও মহিলা ভোটাররা চারাগাছ রোপণে হাত লাগান। আজকের এই কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা দেন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক। দেখুন সেখানকার চিত্র এবং কি জানাচ্ছেন শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ভোটাররা শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *