হিলি ব্লকের ডাবরা এলাকায় বাইকের সঙ্গে টোটোর মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ৬ ঘটনায় আতঙ্ক এলাকায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ হিলি ব্লকের ৩ নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাবরা চৌমাথা মোড় এলাকায় পতিরামগামী বাইকের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোর সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন সাড়ে তিন বছরের কন্যা সন্তান সহ ৬ জন। এর মধ্যে তিনজন বাইক আরোহী।
এবং টোটো চালকসহ টোটো তে থাকা এক মহিলা ও এক কন্যা সন্তান। ঘটনার কথা জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে হাজির হয় হিলি থানার পুলিশ এরপর তাদের উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর । ওই তিন বাইক আরোহীর বাড়ি হিলি ব্লকের তিওর এলাকায় এলাকায়। ঘটনার স্থল থেকে বাইক ও টোটো কে উদ্ধার করে নিয়ে যায় হিলি থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *