
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর দুদিন বাদেই বাঙালির নববর্ষ, নতুন বছরের আনন্দে মাতবেন আপামর বাঙ্গালী। তার আগে একটু অন্যরকম আনন্দে মাতলেন গঙ্গারামপুর শহরের দত্তপাড়ার সার্বজনীন দেল কমিটির সদস্যরা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর গঙ্গারামপুর শহরের দত্তপাড়া বারোয়ারি দেল গাজন উৎসবে মেতে উঠেন।এর উদ্যোগে এক মাস ধরে চলে নানান কর্মকাণ্ড। এরমধ্যে উল্লেখযোগ্য শিব পার্বতীর বিয়ে। আজ গঙ্গারামপুর শহরের বাসট্যান্ড এলাকায় রীতিমতো প্যান্ডেল করে আয়োজন করা হয় শিব পার্বতীর বিয়ে। যা দেখতে ভীড় করেন দূর-দূরান্তের ভক্তরা। রীতিমতো নন্দী মহারাজের পিঠের চড়ে আসলেন বর। সাত পাকে বাঁধা পড়লেন শীত পার্বতী। বিয়ের আয়োজনে কোন খামতি ছিল না। বর যাত্রীদের সহ ভক্তদের জন্য পাত পেরে বিয়ের খাবারের আয়োজন করা হয়। মেনু হিসেবে ছিল ভাত ডাল পাপড় ভাজা পনির সহ শেষ পাতে মিষ্টি। যা প্রসাদ রূপে গ্রহণ করেন এলাকাবাসীরা। এ বিষয়ে দত্তপাড়া বারোয়ারির দেল কমিটির সম্পাদক রাকেশ সাহা বলেন এ বছর তাদের দিল ১২ বছরে পদার্পণ করল। প্রত্যেক বছর তারা কিছু নতুনত্ব করার চিন্তা ভাবনা করেন। দর্শকদের মনোরঞ্জনের জন্য গত বছর তারা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ নিয়ে এসে দর্শকদের মনোরঞ্জন করে। এবছর তারা বহিরাগত শিল্পী সমন্বয়ে নিত্তা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন। আগামী বছর নতুন কিছু করবে বলে তারা আশাবাদী।












Leave a Reply