
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভোটের ইস্যু বন্ধ চা-বাগান। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বন্ধ রয়েছে আটটি চাবাগান। এই ইস্যুতে শুক্রবার নিমতির জনসভায় বিজেপিকে তোপ দেগেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ৫৯ চাবাগান সরকার খুলেছে বলে দাবি করেছে মুখ্যমন্ত্রী। এই দাবিতে ডান বাম সব রাজনৈতিক দল তাদের সুর সপ্তমে তুলেছে। বামেরা দোষ দিচ্ছে রাজ্য সরকারকে। বিজেপি আবার এই ইস্যুতে হাওয়া গরম করে তুলছে। কিন্তু বন্ধ চাবাগানের শ্রমিকরা কি বলছেন? বন্ধ চাবাগানের শ্রমিকরা বসে থাকা দুই হাতে কাজ চাইছে। যে আঙ্গুলে ইভিএমের বোতাম টিপবেন সেই আঙ্গুলে দুটি পাতা একটি কুড়ি তোলার অধিকার চাইছে তারা। বন্ধ চাবাগানের শ্রমিকদের মুখেই শুনুন তাদের দুর্দশার কথা।কিন্তু বন্ধ চাবাগান জুড়েই শুধুই হাহাকার। সবুজ পাতা শুকিয়ে যাচ্ছে। রেশনের আটায় রুটি আর চালে ভাত ফুটছে কিন্তু তেল মশলা সবজি কেনার টাকা নেই বন্ধ চাবাগানের শ্রমিকদের। বন্ধ চাবাগান জুড়ে অভাবের ছবি স্পষ্ট। ভোটের ইস্যু বন্ধ চাবাগান।












Leave a Reply