প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-উত্তর মালদার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর,পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। সোহম বলেন,এবার উত্তর মালদহে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জী জিতছেন।সোহমের রোড শোকে ঘিরে চরম বিশৃঙ্খলা। পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড়ের ঘটনা। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা সোহম। সেখানেই উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সেখানেই শুরু হয় তুমুল বিশৃঙ্খলা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতৃত্ব কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি হেলমেড ছাড়া বাইক রেলি করছেন। আর সেখানে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছেন।
কোনরকম বিশৃঙ্খলা হয়নি এত মানুষ এসেছিল দূর থেকে মনে হচ্ছিল বিশৃঙ্খলা। আসলে তা নয় এমনটাই দাবি তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *