
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-সুকান্তের বিরুদ্ধে লড়াই করতে বিপ্লবের সঙ্গে ময়দানে নামলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভোট অফ দি ঘাঁটি গেড়ে বালুরঘাটেই থাকবেন শিক্ষামন্ত্রী। তবে ভোট প্রচারের জন্য নয়। অবজারভার হিসেবে বিশেষ দায়িত্ব নিয়ে ভোটের রণকৌশল ঠিক করতেই লাগাতার বালুরঘাটে থাকবে ব্রাত্য বসু। তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় এসেছেন। এদিন বালুরঘাটের বেসরকারি লজে
দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। কোন ব্লকের কি অবস্থা তা নিয়ে ব্লক সভাপতিদের ডেকে রণকৌশল ঠিক করে দেন। এমনকি জেলাজুড়ে এখনও তৃণমূলের এ-টিম, বি-টিম রয়েছে। অভাব অভিযোগ শুনে প্রয়োজনে দু’পক্ষকে নিয়ে তা মেটানোর চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী। লক্ষ্য একটাই, যে করেই হোক, বালুরঘাট লোকসভা কেন্দ্রকে বিজেপির হাত থেকে পুনরুদ্ধার করা।












Leave a Reply