
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বাংলা নববর্ষ বাংলার ১৪৩১ সালের শুভ আরম্ভ আর বছরের শুরুর প্রথম দিন টা বিভিন্ন রকম রীতি দেওয়ার মধ্যে দিয়ে কাটায় আপামর বাঙালি। সেরকমই সকাল হতেই শান্তিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে হালখাতা এবং গণেশ বিগ্রহের পূজা করতে আপাম র শান্তিপুরবাসী পুজো দিতে এলেন। কেউ এসে সুদূর উত্তর ২৪ পরগনার বাটানগর থেকে আবার কেউ এসেছেন শান্তিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে রীতিমতো নতুন খাতা লেখা এবং গণেশ বন্দনা তার সাথে সিদ্ধেশ্বরী মায়ের পূজা অর্চনা করে চলেছে আপামর শান্তিপুরবাসী যদিও আজকের এই বিশেষ দিনে দেবীষীদ্ধেশ্বরী কে দেয়া হয় লুচি ভোগ এবং আজকের দিনে বিশেষ রীতি মেনে হয় পূজা মন্দিরের প্রধান পুরোহিত জানাচ্ছেন আজ সকাল থেকে প্রায় দেড় হাজারের ওপরের ভক্ত সমাগম ঘটেছে মন্দির চত্বরে অপরদিকে ভক্তবৃন্দের দাবি মা যেন সারাটা বছর খুব ভালো ভাবে তাদেরকে আশীর্বাদ করেন দেশের তথা বিশ্ববাসীর যেন মঙ্গল হয় যদিও নববর্ষ পালনে আপামর বাঙালি মেতে উঠলো নদীয়ার শান্তিপুরে।












Leave a Reply