গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ব্যক্তি উদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গবারচর এলাকায় গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো গবারচর নিবাসী, চন্ডী বিশ্বাস গঙ্গায় স্নান করতে আসেন, বেশ কিছুদিন ধরেই শারীরিক কারণে তিনি দুর্বল ছিলেন। তাই স্নান করতে নেমে শরীরে ভার না রাখতে পেরে হঠাৎ করেই জলে পড়ে যান তারপরে তলিয়ে যান, স্নানঘাটে লোকজন না থাকার কারণে তাকে প্রথম অবস্থায় বাঁচানো সম্ভব হয়নি তবে দূর থেকে একজন দেখে ছুটে আসলে ততক্ষণে জলে তলিয়ে যান চন্ডী বাবু। যদিও কতকাল রাতে এলাকাবাসীরা দেখতে পান যেখানে তিনি তলিয়ে গিয়েছিলেন তার কিছুটা দূরত্বেই তার মৃতদেহ ভেসে উঠেছে। তারপর এলাকাবাসীর তৎপরতায় দেহ উদ্ধার করে নিয়ে আশা হয়। পরবর্তীতে শান্তিপুর থানায় খবর দেয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসে। বুধবার ওই ব্যাক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে রানাঘাট পুলিশ মর্গে। তবে মৃতদেহ উদ্ধারের পর পরিবারে নেমেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *