চাঁচল থানার গৌড়িয়া হাজাতপুর মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—চাঁচলে বুধবার মালদহের চাঁচল থানার গৌড়িয়া হাজাতপুর মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এদিন সকাল এগারোটা নাগাদ জনসভা শুরু হয়। উপস্থিত ছিলেন মালদহ উত্তরের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম,সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস,চাঁচল ও মালতীপুরের কংগ্রেস প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব সহ বাম ও কংগ্রেসের নেতৃত্বরা। এনআরসি ও সিএএ ভোট পণ্য হিসেবে ব্যবহার করছে দিদি মোদি বলে আক্রমণ করেন অধীর। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সি ও এবিএ গনি খান চৌধুরীর আমলে উন্নয়ন হওয়া ব্যাখা করেন তিনি।মালদহে উত্তরে এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জিতছে বলে তিনি দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *