
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে ফালাকাটা পুরসভার প্রতিটি ওয়ার্ডে অভিনব নির্বাচনী প্রচার সংঘটিত করলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল।মঙ্গলবার সকাল থেকে শুরু হয় পুরসভার ১৮টি ওয়ার্ডেই ঢাক ঢোল সহযোগে বাড়ি বাড়ি অভিনব প্রচার করা হয়।চলবে বুধবার বিকেল পর্যন্ত বলে দলীয় সূত্রে খবর। তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে জানান, মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ড থেকে এই অভিনব প্রচার শুরু হয়। আগামী কাল বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা প্রতিটা ওয়ার্ডের ঢাক ঢোল সহযোগে বাড়ি বাড়ি অভিনব প্রচার করবে। তারা প্রতিটা বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের প্রকল্প গুলি তুলে ধরবেন।












Leave a Reply