ঘন্টা পড়লেই খেতে হবে জল নবদ্বীপের স্কুলে চালু হলো ওয়াটার বেল সিস্টেম।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ চলছে।সেই সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ‘ওয়াটার বেল’ সিস্টেম চালু করল নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়।এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে,সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিকল্পনা রূপায়ণে তাঁরা চিকিৎসকের সহায়তাও নিচ্ছেন। সোমবার থেকেই এই ‘ওয়াটার বেল’ প্রকল্পটির সূচনা হল। বিদ্যালয় চলাকালীন চারটি সময়ে এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্র-ছাত্রী জল পান করবে। সকাল সাড়ে এগারোটা, বেলা সাড়ে বারোটা, দুপুর আড়াইটা, ও সব শেষে তিনটে। বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের জল পান করানোর মাধ্যমে ‘ওয়াটার বেল’ সিস্টেমের শুভ সূচনা হয়। উদ্বোধন করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শল্য চিকিৎসক বকুলচাঁদ শেখ। এই ‘ওয়াটার বেল, সিস্টেম হলো একটা নিয়মানুবর্তিতা। জল পানের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নিয়ম মেনে চলাটা জরুরি। এতে তাদের শরীরে জলের ঘাটতি অনেকটাই দূর হবে এবং প্রবল দাবদাহে বিদ্যালয়ে এসে তারা সুস্থ থাকবে। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের বছরভর শারীরিক সমস্যার বিষয়ে সবরকমের সহযোগিতার আশ্বাসও দেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন রাজ্য সরকারের আদেশনামায় এই ১ বৈশাখ ১৪৩১ সালের দিনটি ‘বাংলা দিবস’ হিসাবে উদযাপিত হয়েছে। ওই দিন রবিবার, বিদ্যালয় বন্ধ থাকায় আমরা সোমবার ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরী ,বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করছি। এদিন সরকারি নির্দেশ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের জন্য স্পেশাল মিড ডে মিলে মুরগির মাংস ও রসগোল্লার ব্যবস্থাও করা হয়। তবে এরই পাশাপাশি আমরা লক্ষ্য করছি এই মার্চ – এপ্রিল মাস থেকেই দেশের তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই দেশের আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের জেরে ছাত্র-ছাত্রীদের শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের শরীর সুস্থ রাখতে আমাদের বিদ্যালয়ে এই ‘ওয়াটার বেল’ সিস্টেম চালু করছি।
নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ বলেন, মায়াপুরের স্কুলটি সবসময় নতুন ভাবনাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ছাত্র উপযোগী আধুনিক ভাবনার প্রয়োগ ঘটছে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *