
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই টোটো, গুরুতর যখম চালক সহ ২, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতআনুমানিক সোয়া দশটা নাগাদ রানীর ঘাট গঙ্গার ধার মোড়ে, ঘটনায় জখম চালক সহ দুজনের নাম, নিমাই নন্দীবয়স ৩৯ এবং গৌড় চক্রবর্তী বয়স আনুমানিক ৬৫, দুজনেরই বাড়ি ঘটনাস্থলের কাছাকাছি, গুরুতর যখন দুজনকে স্থানীয়দের প্রচেষ্টায় পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ হাসপাতালে, সেখানেই নিমাই নন্দীর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে রেফার করা হয় কলকাতায়, স্থানীয় সূত্রে জানতে পারা যায়, মদ্যপ অবস্থায় একাধিক মদ্যপ ব্যক্তিদের নিয়ে বড়াল ঘাটের দিক থেকে রানীর ঘাটে আসছিল উল্টে যাওয়া টোটোটি,গতি বেশি থাকায় যাত্রী সহ উল্টে যায় টোটটি , চালক সহ দুজন টোটোর নিচে চাপা পড়ে, ঘটনায় টোটোয় থাকা অন্য যাত্রী ওই দু’জনকে ফেলে দৌড়ে পালিয়ে যায়, প্রচন্ড শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে, দুজনকে উল্টে যাওয়া টোটো থেকে উদ্ধার করেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।












Leave a Reply