
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রাক্তন সংসদের হাতে আক্রান্ত আদিবাসী যুবককে দেখতে তৃণমূলের রাজ্য নেতৃত্ব এবং নদিয়া জেলার অবজারভার সহ জেলা নেতৃত্ব। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের অবজারভার এবং রাজ্য নেতৃত্ব সভ্যসাচী দত্ত, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, তৃণমূল নদীয়া দক্ষিণ জেলার সাংগঠনিক সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ,নদীয়া জেলা মহিলা তৃণমূল সভানেত্রী বর্ণালী দে, আজ এক প্রতিনিধির দল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হাতে আহত আদিবাসী যুবক সুব্রত মণ্ডার শারীরিক পরিস্থিতি খোঁজখবর নিতে আসেন। পরিবার বর্গের সাথে কথা বলেন এবং শান্তিপুর হাসপাতালের সুপারেন্টেডের সাথে কথা বলেন। ওই প্রতিনিধি দল এরপর পৌঁছায় শান্তিপুর থানায় সেখানে পরিবারের অভিযোগ অনুযায়ী প্রাক্তন সাংসদের শাস্তির দাবি করেন তারাও।












Leave a Reply