রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে ভোট প্রচারে এবার বর্ণালী বর্মন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে ভোট প্রচারে এবার বাড়ি বাড়ি ঘুরে ভোট ভিক্ষা চাইলেন বেলঘড়িয়া ২ নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী বর্মন বেলঘড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার একাধিক বাড়িতে ভোট প্রচারে গেলেন প্রধান ভোট প্রচার করতে গিয়ে শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তবে ভোট প্রচারে কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নের উত্তরে প্রধান বর্ণালী বর্মন জানান মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য এত কিছু দিয়েছে নতুন করে আর কিছু চাইছেন না সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর প্রকল্প এবং তার জনদরোধী পরিষেবা তাতেই সন্তুষ্ট আপ অমর সাধারন মানুষ। যদিও এলাকাবাসীরা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর পাওয়া একাধিক প্রকল্পের মাধ্যমে তারা উপকৃত হয়েছেন আর ঠিক সেই কারণে এবারের ভোটও তৃণমূলেই যাবে লক্ষীর ভান্ডার থেকে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে আজ সাবলম্বী হতে পড়েছে বাড়ির মহিলারা, তাই এবারের ভোট ও মহিলাদের পক্ষে তৃণমূল কংগ্রেস এই যাবে বলে জানাচ্ছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *