সাহেবডাঙ্গা চকতারিনীপুরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রচন্ড দাবদাহ চলছে তার মধ‍্যে ভয়াবহ আগুন,চোখের নিমেষে পুরে গেল বেশ কয়েকটি বাড়ী।গবাদী পশু সহ বেশ কয়েকটি সাইকেল ও ভ‍্যান রিক্সা।এলাকার গাছ পুরে গিয়ে দাঁড়িয়ে আছে। পরে কল‍্যানী থেকে দমকলের দুটি ইঞ্জিন আসে। কয়েক ঘন্টায় লড়াই চালিয়ে আগুন আয়ত্বে আসে।ঘটনা না টি ঘটে কল‍্যানী বিধান সভার মদনপুর দুই নম্বর জিপির সাহেব ডাঙা চক তারিনীপুরে।দূপুর বারোটা নাগাদ এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায়। প্রথমে স্থানীয় মানুষ স‍্যালো মেশিনের দ্বারা আগুন নেভাতে চেষ্টা করে।অনেকেই আগুন নেভাতে গিয়ে আহত হয় । কান্নায় ভেঙে পরে এলাকার মানুষ।এলাকার জাকির হোসেন মন্ডল বলেন,চোখের নিমেষে ছয় থেকে সাত টি বাড়িতে আগুন লাগে।পরে একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পরে। শট সার্কিটের কারনে এই আগুন লাগে দমকলের প্রাথমিক অনুমান।এলাকার বাসিন্দা হুজুরালী মন্ডল বলেন,ট‍্যান্সফরমার পাশেই পাট কাঠির বোঝা ছিল,এই পাট কাঠির বোঝাতে হঠাৎ আগুন ধরে যায়। সেখান থেকেই আগুন ছড়িয়ে যায়। সেই সময় প্রচুর বাতাস ছিল। বেশ কিছু গবাদি পশু মারা যায়। প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে।রাকেশ মন্ডল বলেন,আমরা দমকল আসার আগেই সাত টা পাম্প চালাই।আগুনের এতটা তীব্রতা ছিল আমাদের গায়ে আলু মাখতে হ্চ্ছে কারন শরীর জ্বলে যাচ্ছে তাপের কারনে।ঘটনাস্থলে চাকদহ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *