প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন মালদার গাজোল কলেজ ময়দানে ।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ এপ্রিল : – আগামী ৭ মে অনুষ্ঠিত হবে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন মালদার গাজোল কলেজ ময়দানে এর পাশাপাশি মানিক চকে ও । মুখ্যমন্ত্রীর সভার প্রথমেই সভার পাশে করেছেন হেলিপ্যাড আর সেখানে মুখ্যমন্ত্রী হেলিকাপ্টারে করে হেলিপেডে নেমে সরাসরি আদিবাসী মাদলের বাজিয়ে ও তালে তালে সভা মঞ্চে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর মালদা জেলা ক্ষুদ্র শিল্প তাজমহল হোসেন ও সকলে মিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর বক্তব্য রাখেন সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তর মালদা ফাগুন বউকে কেউ একটা ভোট দিবেন না কারণ ১০০ দিনের বকায়া টাকা, কোনরকম উন্নয়ন করেন। এই বলে কতক্ষন করেন খগেন মুর্মু কে। মঞ্চে দেখা গেছে কর্মসূচিকে কেন্দ্র করে মালদার গাজোল কলেজ মাঠে মঞ্চের চার সাইডে মুড়ে ফেলা হয়েছে সিসি টিভি ক্যামেরা দিয়ে নজর দাড়ি যাতে অপক্রিক ঘটনা না ঘটে । মুখ্যমন্ত্রীর সভার মঞ্চে উপস্থিত ছিলেন কুটির শিল্প তাজমুল হুসেন উত্তর বঙ্গের জলোচ্ছ্বাস প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ ভুমি ও উদ্বাস্তু ত্রাণ চেয়ারম্যান রঞ্জিত সরকার, রাজ্যসভার এম পি হরিচাঁদ মাতা মমতা বালা ঠাকুর, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি , রাজ্য সভার সংসদ মসুনুর ব্যঞ্জিনুর জেলা কমিটি সম্পাদক প্রসেনজিৎ দাস মালদা জেলার প্রাথমিক বিদ্যালয়ের চিয়ার মেন বাসন্তী বর্মন, গাজোল ব্লকের সভাপতি দিনেশ টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভা নেত্রী গোয়েন্দা এবং পুলিশ দপ্তরের আধিকারিকেরা। দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *