ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খড়গপুর শহরে তৃষ্ণা নিবারণ কেন্দ্র ও মাক্স বিতরনের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এই গ্রীষ্মের দাবদাহে পথ চলতি মানুষের স্বস্তি ফেরাতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে ভারতীয় রেলওয়ে মালগুদাম ক্রমিক ইউনিয়নের উদ্যোগে জলছত্র অর্থাৎ তৃষ্ণা নিবারণ কেন্দ্র ও মার্কস বিতরনের আয়োজন করা হয়,জানা গিয়েছে মুখ্য উপদেষ্টা ডা: পরিমল কান্তি মন্ডলের সহযোগিতায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, প্রসঙ্গত গত দুই থেকে তিন দিন ধরে পশ্চিম মেদিনীপুর সহ চার জেলায় বাড়তি সর্তকতা জারি করেছে হাওয়া অফিস, এমত অবস্থায় কার্যত ৪৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পেরিয়েছে বিভিন্ন জেলাতে, এই দিন উপস্থিত ছিলেন কমিটির সদস্য সুমন ঘোষ,SER জুনের নেতৃত্ব বুবাই ধল, KGP DIV নেতৃত্ব কৃষ্ণেন্দু মাইতি, শিক্ষক স্বপন কুমার মাল সহ অন্যান্য সংগঠনের সদস্যরা, তবে যতদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে ততদিন এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *