রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ মুকুটমণি অধিকারীর হয়ে আজ ভোট প্রচারে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার দত্তফুলিয়ায় রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ মুকুটমণি অধিকারীর হয়ে আজ ভোট প্রচারে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত বিধানসভার নিরিখে এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছিল তৃণমূল. একমাত্র নবদ্বীপ বিধানসভা ধরে রাখতে পেরেছিল তারা বাকি সব হাতছাড়া. যদিও এরপর উপ নির্বাচনে শান্তিপুরের বিধানসভা দখলে আসে তৃণমূলের। তবে তৃণমূলের দাবি অনুযায়ী সে সময় মানুষকে যারা বিভ্রান্ত করেছিল তারাই আজ বিজেপি প্রার্থী হিসাবে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে পছন্দ না করে সমর্থন জানাচ্ছেন তৃণমূল প্রার্থী ডঃ মুকুটমনি অধিকারী কে। অন্যদিকে মতুয়া নির্ভর নদিয়ায় মতুয়াদের জেলা নেতৃত্ব এবং বিজেপির বিধায়ক চলে এসেছে তৃণমূলে। বিধায়ক পথ থেকে পদত্যাগও করেছেন তিনি। বিজেপির ঘরে ভোট ব্যাংকের থাবা বসাতে পারলেই নদিয়ায় ফুটতে পারে ঘাসফুল এমনটাই অনুমান মুকুট অনুগামীদের। যদিও আরেকটি অংশ মনে করছেন বিজেপির প্রার্থী অপছন্দ তো রয়েছেই সাথে এবারে প্রাক্তন সাংসদ সিপিআইএম প্রার্থী অলকেশ দাস প্রার্থী হওয়ার কারণে গতবারের মতো এবারে আর পড়বে না বামের ভোট রামে তাই সে দিক থেকেও বিজেপির ভোট কমবে। যদিও বিজেপি এ সমস্ত বিষয়ে বিচলিত নয় তাদের মতে তৃণমূলের সন্ত্রাস দুর্নীতি ব্যভিচারের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ বিজেপি তা বাদেও এটা লোকসভা নির্বাচন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দেখে পদ্মফুলেই ভোট দেবেন সকলে তাই জগন্নাথ সরকার আবারো পুনরায় নির্বাচিত হতে চলেছেন।
আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা দত্তফুলিয়ায় স্থান হওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষে। যেখানে পরপর দুবার বিধায়ক থাকা সত্ত্বেও গতবার সমীর কুমার পোদ্দার কে হারিয়ে বিজেপি বিধায় অসীম বিশ্বাস জয় লাভ করেন। তাই দুর্বল স্থান চাঙ্গা করতে পারলেই নবদ্বীপ শান্তিপুর রানাঘাট দক্ষিণ সহ বেশ কিছু বিধানসভা থেকে আশানুরূপ ফল পেতে পারে তৃণমূল।
তবে নদিয়া উত্তর বিধানসভার ক্ষেত্রে যেমন বিজেপির হয়ে প্রথম প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী কেমন মহুয়া মৈত্রের হয়ে প্রথম প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী। আজ গরম কে উপেক্ষা করে কর্মী সমর্থক দের ভিড় ছিল চোখে পড়ার মতন। পাশাপাশি অভিষেকের বক্তব্য উজ্জবিত করে স্থানীয় কর্মী সমর্থক দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *