রাজ্যে দ্বীতিয় দফায় লোকসভা নির্বাচন শুরু হলো বালুরঘাট লোকসভা আসনের ভোট এর প্রস্তুতি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যে দ্বীতিয় দফায় লোকসভা নির্বাচন শুরু হলো বালুরঘাট লোকসভা আসনের ভোট এর প্রস্তুতি। বালুরঘাট কলেজ‌ ও বুনিয়াদপুর কলেজ গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রের জন্য ডিসিআরসি‌ সেন্টার‌।

ভোটকর্মীরা ভোরবেলা থেকেই উপস্থিত। নিজেদের জিনিসপত্র, দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা। এরপর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন তারা।এদিকে ভোট কর্মীদের বুথে পৌছতে যাতায়াতের সুবিধার্থে সব রকমের যানবাহনের ব্যবস্থ্যা প্রশাসনের তরফে আগাম করে রাখা হয়েছে।এমনকি প্রত্যন্ত এলাকাতেও ভোটগ্রহণ হচ্ছে। যাতে কোনওরকম সমস্যা না হয়। সেই দিকে নজরদারি চলছে।

*এবারে এক নজরে দেখে নেওয়া যাক বালুরঘাট লোকসভা আসনের ভোটের যাবতীয় খুটিনাটি

মোট ভোটার :: ১৫,৬১,৯৬৬

পুরুষ ভোটার :: ৭,৯৮,২১৭

মহিলা ভোটার :: ৭,৬৩,৬৬৮

তৃতীয় লিঙ্গের ভোটার :: ৮১

মোট ভোটগ্রহণ কেন্দ্র :: ১৫৬৯

অক্সিলারি বুথ :: ২

মহিলা পরিচালিত মডেল বুথ :: ৩৬

ক্রিটিক্যাল বুথ—– দক্ষিণ দিনাজপুর ২৮৪+ ইটাহার ৪০

গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *