
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপির দলীয় পতাকা এবং ফিক্স ছিড়ে দেওয়ার অভিযোগে চাপা উত্তেজনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায়,ইতিমধ্যেই বিজেপির তরফে,শুক্রবার গড়বেতা এক নম্বর BDO অফিসে বিডিও তথা নির্বাচনী আধিকারিককে স্বারকলিপি প্রদান করলো বিজেপি নেতৃত্ব, বিজেপির অভিযোগ গরবেতা এক নম্বর ব্লকের ৯ নম্বর আমলাগোড়া অঞ্চলের একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ফেলেছেন বেশ কিছু অসাধু ব্যক্তি, দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব,এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের কনভেনার তারাচাঁদ দত্ত, মন্ডল সভাপতি সৌমেন শুকুল সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।












Leave a Reply