গণতন্ত্রের উৎসবে সামিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতারের ওপাড়ে থাকা ভারতীয় ভূখন্ডের গ্রামের বাসিন্দারা।।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গণতন্ত্রের উৎসবে সামিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতারের ওপাড়ে থাকা ভারতীয় ভূখন্ডের গ্রামের বাসিন্দারা। তিন দিক ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলায় সীমান্তের কাটাতারের ওপাড়ে রয়েছে একাধিক গ্রাম। শুক্রবার দেশের আঠারোতম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হলো বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ৷ শুক্রবার সকালে দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উত্তর জামালপুর, শ্রীকৃষ্ণপুর, উচা গোবিন্দপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ভোটদানের জন্য চরম উৎসাহের দৃশ্য। ভোটার কার্ড হাতে নিয়ে বিএসএফ-এর প্রহরায় সীমান্তের কাটাতারের লোহার গেট পেরিয়ে এদিন শ্রীকৃষ্ণপুর, কালিকাপুর বুথে ভোট দিতে দেখা যায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের। বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রখর রৌদ্র উপেক্ষা করে সীমান্তবর্তী বুথগুলিতে এদিন ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। তবে ভোটদানের উদ্দেশ্যে বুথ অভিমুখে রওনা হওয়া সীমান্তবর্তী গ্রামবাসীদের মুখে এদিনও উঠে এসেছে সিএএ প্রসঙ্গ। শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মাস্তান মন্ডল-এর বক্তব্য তারা ভারতের নাগরিক বলেই ভারতের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন তাহলে কেন তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। তিনি জানিয়েছেন তারা সিএএ নিয়ে আতঙ্কিত। অপরদিকে শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা কালিকাপুর বুথের ভোটার আলমগীর মন্ডল, তৈমুর মন্ডল-রা জানিয়েছেন ভোটদানের ক্ষেত্রে তাদের কোন অসুবিধা নেই, কড়া প্রহরায় ভোট দানের এই ব্যবস্থায় তারা খুশি। উত্তর জামালপুর গ্রামের বাসিন্দা নতুন ভোটার খেয়া খাতুন নতুন ভোটার হিসাবে প্রথমবার ভোটদান করেন শ্রীকৃষ্ণপুর বুথে। ভোট দান করে সংবাদমাধ্যমের সামনে খুশি প্রকাশ করেছে খেয়া। তবে গণতন্ত্রের এই উৎসবের মাঝেও কাটাতারের ওপাড়ে থাকা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের বক্তব্য তাদেরকে যাতায়াতে – চলাফেরায় আরও স্বাধীনতা দেওয়া হোক। পাশাপাশি সরকারি সূযোগ – সুবিধা থেকে তারা যেন বঞ্চিত না হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *